সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না, কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে লড়াইয়ের সুযোগই পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ নারী দল।
ওয়ার্নার পার্কের ব্যাটিং বান্ধব উইকেটে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ২০১ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। ওপেনার কিয়ানা জোসেফ ৩৬ বলে ৬৩ রান করেন, আর ডেন্ড্রা ডটিন মাত্র ২০ বলে ৫টি ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বাংলাদেশের বিপক্ষে নারী টি-টোয়েন্টিতে এটি প্রথমবারের মতো ২০০ রানের ইনিংস। আগের সর্বোচ্চ স্কোর ছিল ১৮৯, যা যৌথভাবে করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২০ ওভার ব্যাটিং করেও দলীয় সংগ্রহ পৌঁছায় মাত্র ৯৫ রানে। শুরুতেই শূন্য রানে ফেরেন সোবহানা মোস্তারি। তাজ নেহার ও দিলারা আক্তারও দ্রুত সাজঘরে ফিরলে ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ২২ রান করেন শারমিন আক্তার। অধিনায়ক নিগার সুলতানা ১৯ বলে করেন মাত্র ১০ রান, স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ১৬ রান।
বাংলাদেশের বিপক্ষে নারী টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের এটি সবচেয়ে বড় জয়, আর বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সের কারণে টাইগ্রেসদের সিরিজ হারের হতাশা নিয়ে ফিরতে হলো।
আ. দৈ./ সাধ