পাবনার ঈশ্বরদীর জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের দোয়া মাহফিলে অংশ নিতে মঙ্গলবার (২২ জুলাই) ঈশ্বরদীতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন এক শিশু তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরেন।
জানা যায়, ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় ঢাকা যাওয়ার পথে বাসে স্ট্রোক করে মারা যান মোস্তাফিজুর রহমান। তিনি ঈশ্বরদী থেকে জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের স্মরণে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বক্তব্যে তিনি বলেন, “কলম বিশ্বাসের পরিবারকে দলীয়ভাবে সহায়তা করা হবে। আমরা তাদের পাশে আছি এবং থাকব।”পরে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের নিজ হাতে খেজুর পরিবেশন করেন তিনি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মাওলানা ইকবাল হোসেন, অধ্যাপক আলী আজগরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।