পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই নামছে টাইগাররা। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
সিরিজ আগেই ঘরে তোলায় এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চাইছে বাংলাদেশ। তাই একাদশে ৫টি পরিবর্তন এনেছে লাল-সবুজ বাহিনী। বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে ঢুকেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদও নাসুম আহমেদ।
ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে পাকিস্তান। অলরাউন্ডার খুশদিল শাহর পরিবর্তে দলে জায়গা হয়েছে হুসাইন তালাতের। আর ওপেনার ফখর জামানের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান।
আজকের ম্যাচ পাকিস্তানের জন্য সম্মান বাঁচানোর লড়াই। হারলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হবে দেশটিতে। ম্যাচটি শুধু সিরিজের শেষ নয়, বরং বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মঞ্চ—প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার হাতছানি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত কেবল দুটি পূর্ণ সদস্য দেশকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২৩ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ও গত বছর লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।