শনিবার, ২৬ জুলাই ২০২৫,
১১ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ জুলাই ২০২৫
ব্যাংক-বীমা
একই মামলা সাবেক এমডি মনিরুল মওলা জেলে, ওমর ফারুক হতে যাচ্ছেন এমডি
ঘুরে ফিরে এস আলমের দোসরই ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন
রমজান আলী
Publish: Wednesday, 23 July, 2025, 7:47 PM  (ভিজিট : 3239)

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানা প্রায় ১৬ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। শেখ হাসিনার আমলে দখল, ঋণ কেলেঙ্কারি আর লুটপাটে ভয়ংকর রূপ নিয়েছে ব্যাংক খাত। আওয়ামীর লীগের গোটা শাসনামলে ব্যাংক লুটপাটের মূল নায়ক ছিলো এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংকসহ প্রায় আটটি ব্যাংক গ্রুপটি দখলে নেয়। এসব ব্যাংক দখলে নেওয়ার পর থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় তারা। শুধু ঋণ নয়, এসব ব্যাংকের মালিকানা নিজেদের কব্জায় রাখতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে কোম্পানি খুলে শেয়ার ধারণ করে রেখেছে প্রভাবশালী গ্রুপটি।

ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলে নেওয়ার পরই শুরু হয় নামে-বেনামে টাকা বের করার আয়োজন। এ জন্য আগে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকের মধ্যে নিজস্ব একটি অনুগত বাহিনী গড়ে তোলে এস আলম। প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ সব বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রামের বড় শাখায় নিজের অনুগতদের বসানো হয়। 

৫ আগস্ট পরে অনেক আশা নিয়ে প্রতিষ্ঠিত ব্যাংকটির উদ্যোক্তাদের এখনও পড়তে হচ্ছে নানা প্যাঁচে। আগের ধারায় ফিরাতে সরকার ও উদ্যোক্তারা চেষ্টা করছে। এস আলমের সহযোগি সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মওলা এখন কারাগারে আছেন। তার সহযোগি ওমর ফারুক খান হতে যাচ্ছেন এমডি। অথচো একই মামলা একজন কারাগারে, আরেকজন এমডি হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার এই ব্যাংকের এমডি হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তাকে সাক্ষাৎকারে ডেকেছেন। এতে ব্যাংকের হাজারো কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, `এস আলম গ্রুপের আস্থাভাজন ও সহায়ক হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। তিনি এস আলম ও নাসা গ্রুপ এবং নাবিল গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ দিয়েছেন। সেই ব্যক্তি আবার কিভাবে এমডি হয় ? তাহলে সংষ্কার কোথায় ?  ব্যাংকের দুর্নীতিপরায়ন কর্মকর্তাদের অপসারণ করা হচ্ছে। বসানো হচ্ছে স্বচ্ছ ও সৎ কর্মকর্তাদের। এমনই বদল ইসলামী ব্যাংকেও। সেখানে কিভাবে একজন দুর্নীতিপরায়ন ব্যক্তি এমডি হচ্ছে।' 

ব্যাংক সূত্র জানা যায়, সাইফুল আলম (এস আলম) ছিলেন মনিরুল মওলামের গডফাদার। তিনি তার গ্রুপসহ একাধিক প্রতিষ্ঠানের নামে-বেনামে ইসলামী ব্যাংক থেকে লোপাট করেছেন। মনিরুল মওলার স্থানে বসানোর প্রক্রিয়া চলা ওমর ফারুকের গডফাদারের নাম নজরুল ইসলাম মজুমদার। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত অর্থসংগ্রহকারী ব্যাংকিং খাতের চাঁদা সংগ্রাহক হিসেবে পরিচিত। শুধু ইসলামী ব্যাংক থেকেই নয়, দেশের সরকারি-বেসরকারি সকল ব্যাংক থেকে লুট করে পতিত সরকার প্রধানের নানা ফান্ডে জমা দিতেন। 

ব্যাংক সূত্র জানা যায়, নজরুল ইসলাম মজুমদার ইসলামী ব্যাংকে ২০১৭ সালের পর থেকে ঋণের অঙ্ক বাড়িয়েছেন। এর আগে গ্রাহক থাকলেও ঋণের পরিমাণ ছিল যৎসামান্য। এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নেয়ার পর থেকে মজুমদার প্রভাব খাটিয়ে নিজেও ঋণ নিতে শুরু করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকেও দুই হাজার কোটি টাকা বের করে নিয়েছেন নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার। ঋণগুলো খেলাপি হওয়ার পথে।

মজুমদারের ঋণ মূলত দেয়া হয়েছে ব্যাংকটির লোকাল শাখা থেকে। এ শাখায় ম্যানেজার হিসেবে ইভিপি মো. ওমর ফারুক খান যোগদান করেন। মজুমদারের নাসা গ্রুপের বেশির ভাগ ঋণ তার মেয়াদকালেই দেয়া হয়েছে। পরবর্তী ছয় বছরে ২টি পদোন্নতি নিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হন ওমর ফারুক খান। তিনি ইসলামী ব্যাংক ছাড়েন ২০২৩ সালের ২৮ মার্চ। গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর আবার ইসলামী ব্যাংকে যোগদান করেন নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে সখ্য গড়ে ওঠা এই কর্মকর্তা ওমর ফারুক। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম, এমডি মনিরুল মওলা এবং ওমর ফারুকসহ বেশকিছু কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একাধিক মামলা রয়েছে। 

ইসলামী ব্যাংকের নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তারা বলেন, ‘ ইসলামী একটি ”আদর্শিক ব্যাংক”। আওয়ামী লাগের আমলে যারা এই ব্যাংকে লুটপাট করেছে। তারাই যদি আবার ব্যাংকের হাল ধরে, তাহলে তো আগের অবস্থায় ফিরে যাবে ব্যাংকটি। বর্তমানে ব্যাংকটির আমানতের পাশাপাশি সুনামও বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এমডি হলে ব্যাংকের সুনাম নষ্টে হয়ে যাবে।’

এব্যাপারে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি চলতি দায়িত্ব) ওমর ফারুক খানের সাথে হোয়াটস্যাপে যোগাযোগ করা হলে কল ধরেননি।  

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদেশ থেকে ভাড়া করা লোকদিয়ে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল
মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নাই: কামরুজ্জামান সোহাগ
গাইবান্ধায় ‘যুব উন্নয়ন সোসাইটি ক্রিকেট টুনামেন্ট-২০২৫’ অুনষ্ঠিত
অবশেষে থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত: আনোয়ার ইব্রাহিম
জামায়াত আগামীতে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে : শফিকুর রহমান
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ঘুরে ফিরে এস আলমের দোসরই ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন
আওয়ামী লীগের দোসর স্কুলের সভাপতি
প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া যুবলীগ নেতা আটক
আমার বাচ্চারা সব পুড়ে মারা যাচ্ছে, আমি কীভাবে সহ্য করি—মৃত্যুর আগে স্বামীকে বলেন মাহরীন চৌধুরী
বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝