পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সুপ্রসন্ন বাংলাদেশের। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে পাকিস্তান সিরিজ শুরু করছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় একাদশে এসেছেন তাসকিন আহমেদ।
টানা টস হারের পর অবশেষে লিটন দাসের টসভাগ্য সুপ্রসন্ন হলো। স্থায়ীভিত্তিতে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর টানা নয়টি ম্যাচে টস হেরেছেন লিটন। অবশেষে দশম ম্যাচে এসে টস জিতলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরাতে টানা দুটি ও পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে এবার ঘরের মাঠে প্রতিশোধের চ্যালেঞ্জ লিটনদের সামনে।
বাংলাদেশের একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নেওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।