বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫,
১৬ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি
চীনের ডিপসিকের জন্য বড়সড় ধাক্কা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 28 January, 2025, 7:16 PM  (ভিজিট : 185)
ছবিঃ অনলাইন

ছবিঃ অনলাইন

ডিপসিক হলো একটি চীনা এআইচালিত চ্যাটবট সংস্থা। জানুয়ারিতে আত্মপ্রকাশ করার পর অ্যাপল স্টোর থেকে ব্যাপক হারে এটি ডাউনলোড হয়েছে। এর অন্যতম কারণ মার্কিন মুলুক চালিত এআই সংস্থাগুলোর তুলনায় ডিপসিকের ক্ষেত্রে খরচ অনেক কম। চলতি সপ্তাহের শুরুতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল আর ১-এর প্রকাশ করেছে ডিপসিক। 

এই মডেলের কার্যক্ষমতা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো হলেও এটি পরিচালনার খরচ অনেক কম। ডিপসিক দাবি করেছে তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে মাত্র ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা তুলনামূলকভাবে ওপেনএআই, গুগল বা মেটার মডেলগুলোর তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য এটি একটি বড় ধাক্কা।

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে 'ডিপসিক। গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা যায় । প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা আমেরিকার ‘এনভিডিয়া কোম্পানি প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে। 

বিশ্লেষকদের বক্তব্য, এ ভাবে চলতে থাকলে শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যে থাবা বসাবে চীন । চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক দক্ষিণ-পূর্ব চীনের একটি শহর হ্যাংজুতে গড়ে ওঠে। কোম্পানিটি ২০২৩ সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেন্সর টাওয়ার অনুসারে এর জনপ্রিয় এআই সহকারী অ্যাপটি ১০ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়নি।

লিয়াং ওয়েনফেং চালু করেছিলেন ডিপসিক। ৪০ বছর বয়সী লিয়াং ইনফরমেশন এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। তিনি  Nvidia A100 চিপসের একটি স্টোর তৈরি করেছিলেন, যা এখন চীনে রপ্তানি নিষিদ্ধ।

চলতি বছরের ২০ জানুয়ারি নতুন ‘ওপেন সোর্স রিজনিং মডেল’ বা বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করেছে চীনা  সংস্থা ‘ডিপসিক’। এরই নাম দেয়া হয়েছে ‘ডিপসিক-আর১’। একই ধাঁচের আর একটি বহুল ব্যবহৃত প্রযুক্তি হল ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’। 

তবে, চ্যাটজিপিটি তৈরি করতে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থাটির যত খরচ হয়েছে, তার চেয়ে অনেক কম টাকায় ‘ডিপসিক-আর১’ বানিয়ে ফেলেছে চীন। তাই অনেকেই মনে করছেন, এআইয়ের প্রতিযোগিতার বাজারে অদূর ভবিষ্যতে শীঘ্রই আমেরিকাকে টেক্কা দেবে চীন। 

গত সপ্তাহে মেটা ঘোষণা করেছে যে, তারা এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের জন্য ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করবে। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান গত বছর বলেছেন যে, এআই শিল্পকে সমর্থন করতে এবং ডেটা সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় চিপ তৈরির জন্য এই খাতে ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিনিয়োগকারীদের একজন মার্ক অ্যান্ড্রিসন বলেন, ‘আমার দেখা সবচেয়ে আশ্চর্যজনক এবং চিত্তাকর্ষক সাফল্যগুলোর মধ্যে একটি হলো ডিপসিক।’

ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কয়েক বছর ধরে চীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করেই নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।
সূত্র : বিবিসি

আ. দৈ/সাম্য
   বিষয়:  ডিপসিক   অ্যাপল   কৃত্রিম বুদ্ধিমত্তা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক ও টালিখাতার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্যে ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা
মেঘনা ব্যাংকের ১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝