পটুয়াখালীর বাউফলে ডাকাতের বিরুদ্ধে মাইকিং করায় এক ইউপি সদস্যকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কনকদিয়া বাজারে ওই ঘটনা ঘটলে প্রান ভয়ে কাহারো কাছে অভিযোগ করতে পারেননি ওই ইউপি সদস্য।
তিনি এখন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যাধীণ রয়েছেন। জানাগেছে, উপজেলার কনকদিয়া ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিলন মাতুব্বর (৬০) সন্ধ্যার সময় কনকদিয়া বাজারের একটি দোকানে চা বিস্কুট খাওয়ার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পরে স্থানীয় মিলন হাওলাদারের নেতৃত্বে আট দশ জনের একটি দল তার উপর হামলা করে গুরুতর জখম করে। ওই সময় তার সাথে থাকা গরু বিক্রির দেড় লক্ষ টাকা ও একটি স্মার্ট ফোন হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইউপি সদস্য মিলন মাতুব্বর জানান, আমার সাথে তাদের কোন শত্রুতা নাই। তবে কয়েকদিন আগে বাউফলের বিভিন্ন স্থানে ডাকাতের বিষয়ে এলাকাবাসীর অনুরোধে মাইকিং করেছি। সেটা কেন করাইছি, আমাকে মারার সময় বার বার সেটা জানতে চেয়েছিলো হামলকারীরা। এ বিষয়ে অভিযুক্ত মিলন হাওলাদার জানান, মিলন মাতব্বরের সাথে কোন মারপিঠের ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ দিয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ. /কাশেম/নাজিম