সুদানের স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা জানিয়েছেন, নীল নদের ঠিক ওপারে দেশটির রাজধানী খার্তুমের যমজ শহর হিসেবে পরিচিত ওমদুরমানে গোলাবর্ষণে ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ জুড়ে স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের একটি নেটওয়ার্ক ওম্বাদার জরুরি প্রতিক্রিয়া কক্ষ জানিয়েছে, গতকাল সোমবার পশ্চিম ওমদুরমানে নির্বিচার গোলাবর্ষণে ১২০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। নেটওয়ার্কটি নিহতের সংখ্যাটিকে প্রাথমিক বলে বর্ণনা করেছে। কারা এই হামলা চালিয়েছে তার কোনো নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়নি।
উদ্ধারকারীরা বলেছেন, চিকিৎসা সরঞ্জামের সরবরাহ ঘাটতি রয়েছে। কারণ, বিপুল সংখ্যক আহত ব্যক্তি বিভিন্ন মাত্রার আঘাতে ভুগছেন। স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে।
সুদানে ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে।
সাহায্য সংস্থাগুলির মতে, যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। আর দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফেলেছে এই যুদ্ধ। সেনাবাহিনী এবং আরএসএফ উভয়ের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার এবং আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ রয়েছে।
আ. দৈ/ সাম্য