কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এবার বাংলাদেশেও গঙ্গার পানি না দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি এমপি নিশিকান্ত দুবে।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এখন বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি করেছেন নিশিকান্ত দুবে।
তিনি বলেন, কংগ্রেস শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা চুক্তিটি কংগ্রেস সরকারের করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ বলেও দাবি করে দুবে বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত দেশগুলোর সঙ্গে পানি ভাগাভাগি চালিয়ে যাওয়ার যুক্তি নেই। আমরা আর কতক্ষণ সাপদের পানি সরবরাহ করব? এবার তাদের থেঁতলে মারার সময় এসেছে।
নিশিকান্ত বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরাবর বলে আসছেন বাংলাদেশকে পানি দেওয়া উচিত নয় আমাদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তির বিরোধিতা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্রের পনি বাংলাদেশে যাওয়ার বিরোধী। সন্ত্রাসকে সমর্থন বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে পানি ভাগ করে নেওয়া উচিত নয় আমাদের।
পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের সঙ্গে ভারতের যে সীমান্ত তার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে নিশিকান্ত বলেন, সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে হলে সীমান্তের নিরাপত্তা বাড়াতে হবে।