শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
জাতীয়
ঢাকা উত্তরে প্রকাশ্যে আওয়ামী দোসরদের পক্ষে চলছে বিএনপির তৎপরতা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
আবুল কাশেম
Publish: Friday, 25 April, 2025, 12:21 PM  (ভিজিট : 126)

টানা ১৫ বছর একচেটিয়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে নগর ভবন, আঞ্চলিক কার্যালয়ে আওয়ামী সমর্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতি, সুবিধাজনক দপ্তরে পদায়ন ভাগিয়ে নিয়ে বিপুল পরিমান সম্পদের মালিক হবার বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। পাশাপাশি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থিত ও যোগ্যতা সম্পন্ন অনেক কর্মকর্তাকে পরিকল্পিতভাবে কোনঠাসা করে রাখা হয়েছে।  প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরও তাদেরকে পদোন্নতি এবং সুবিধাজনক দপ্তরে পদায়ন করা থেকে বঞ্চিত করা হয়েছে। 

তবে পতিত আওয়ামী সরকার ও  ঢাকার দুই মেয়রের পরিবর্তন হবার ওই দৃশ্য পালটে গেছে।  গত কয়েক মাসেই বিএনপি সমর্থিত কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতি, সুবিধাজ দপ্তরে একাধিক পদে পদায়ন ভাগিয়ে নিয়েছেন।  শুধু তাই নয়্, অতিরিক্ত অর্থের লোভে বিএনপির একটি চক্র পতিত আওয়ামী সরকারের চিহ্নিত দোসর, দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদেরকে বিএনপি পরিবারের ঘনিষ্ট লোক বানানোর প্রতিযোগিতায় নেমেছে।  বিএনপিরে এই চক্রটি ইতোমধ্যে আওয়ামী দোসর এবং চিহ্নিত দুর্নীবাজ অনেক কর্মকর্তা ও কর্মচারীকে পদন্নতিসহ সুবিদাজনক দপ্তরে পদায়ন শুরু করেছেন।

বিএনপির কেন্দ্রিয় এবং মহানগর পর্যায়ের একাধিক নেতার পরিচয় ব্যবহার করে চিহ্নিত আওয়ামী ও দুর্নীতিবাজদের রক্ষার পাশাপাশি পদোন্নতির জন্য ঢাকার দুই সিটির প্রশাসক, প্রধান নির্বাহী ও সচিবের দপ্তরে নানা তদবির চলছে।  তবে ঢাকা উত্তর সিটিতে অতিমাত্রায় তদবিরের ভারে অতিষ্ঠ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তর।  আর এ র্বিষয়টি নিয়ে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে।  তবে ঢাকা উত্তর সিটিতে কর্মকর্তারা অনেকটাই অসহায় হয়ে পড়ছেন।

 বিএনপির সুবিধাবাদীদের এই অপকর্মের ফলে একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের প্রতীক তারেক রহমান এবং রাজনীতিতে বিএনপির দীর্ঘ দিনের অর্জিত সুনাম মারাত্নকভাবে ক্ষুন্ন হচ্ছে। অপরদিকে বিএনপির জনপ্রিয়তা তলানিতে নামছে।।  আর এসব অপকর্মের ফলে ডিএনসিসিতে বিএনপির চিহ্নিত বেশ কয়জন নেতার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে । একই সাথে দুদকের পক্ষ থেকেও একাধিক অভিযোগ নিয়ে পুরোদমে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা যায়।

আরো অভিযোগ উঠেছেন, গত বছর ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বতীকালীন সরকারের আমলে বিএনপি ও সমমনা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনেকেই বেশ সুবধানক অবস্থান তৈরি করে নিয়েছেন।  ঢাকার দুই সিটিতেই বিএনপির পরিচয়ে একটি চক্র অতিমাত্রায় পদোন্নতি, পদায়ন এবং নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন। 

 ইতোমধ্যে এই চক্রটি কোটিপতি বনে গেছেন, এমন অভিযোগও উঠেছে ।বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে সুবিধাবাদী কতিপয় বিএনপি নেতা নানা কৌশলে চিহ্নিত আওয়ামী সমর্থিত, প্রভাবশালী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত বিএনপির পরিবারের সদস্য বানাতে বেশ তৎপরতা চালাচ্ছেন। এই ঘটনার নজির ঢাকার দুই সিটিতেই  বাড়ছে।  

অনেকেই ইতোমধ্যে বিপুল পরিমান অবৈধ সম্পদের মালিকদের ধরার জন্য দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনার পাশাপাশি দফায় দফায় অভিযোগ সংশিশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করেছে। তবে শিগগিরই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে দুদক।

সরেজমিন খোঁজনিয়ে জানা যায়, ঢাকা  উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন,আঞ্চলিক কার্যালয় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের অফিসগুলোতে নগরবাসীর দ্রুত সেবা দেবার পরিবর্তে হয়রানী এবং প্রকাশ্যে ঘুষ লেনদেন ও দুর্নীতির অভিযোগ  বন্ধ হয়নি।  পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা ও কর্মচারী অত্যন্ত দাপটের সাথে এসব অনৈতিক কার্যক্রম চালিয়েছেন।  হোল্ডিং ট্যাক্স ধার্য্য,ট্যাক্স আদায়, নতুন ট্রেড লাইসেন্স প্রদান, পুরনো  লাইসেন্স নবায়ন, রুট কাটিং সংক্রান্ত কাজে বেশি ঘুষ লেনদেন ও হয়রানী হতো।  দক্ষিণ সিটিতে  ঘুষ লেনদেন এখন আরো বাড়ছে।

 তবে বর্তমানে ঢাকা উত্তর সিটিতে নতুন ট্রেড লাইসেন্স প্রদান,পুরনো লাইসেন্স নবায়নে হয়রানী কমলেও বাড়ছে ভয়াবহ জালিয়াতি।  বর্তমান প্রশাসকের তোঘলকি কান্ড এবং প্রধান রাজস্ব কর্মকতার দপ্তরের অবৈধ আদেশ জারির ফলে ঘরে বসেই ভুয়া কাগজপত্রের মাধ্যমে ট্রেড লাইন্স নিয়ে যাচ্ছে ব্যবসায়িরা।  

ঢাকা উত্তর সিটিতে কথিত ঘুষ ,দুর্নীতি নিয়ন্ত্রণের নামে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী নিস্ক্রিয় করতে গিয়ে জালিয়াত চক্রকে অতিমাত্রায় ডিজিটালে ট্রেড লাইসেন্স করার সুবিধা দেওয়ায় ঢাকা উত্তর সিটি আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।  কর্তৃপক্ষের উচিত ছিল, যারা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া।  কিন্তু সেটা না করে সরকারি এই প্রতিষ্ঠানকেই ক্ষতি গ্রস্ত করা হয়েছে। এর পেছনেও রয়েছে পতিত আওয়ামী সরকারের দোসর, কতিপয় আমলা এবং দুর্নীতিবাজ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার ইন্দন।
 এদিকে ঢাকা উত্তর সিটির কর্মকর্তাদের মধ্যে আওয়ামী সমর্থিদের একটা অংশ গোপনে বিএনপির নেতাদের সাথে আতাত করেছেন।  শুধু তাইনয়,  কতিপয় কর্মকর্তা ও কর্মচারী নেতার ইন্দনে বিএনপির সমর্থিত কিছু কর্মচারীকে উসকে দেওয়া হচ্ছে শান্ত পরিবেশ উক্তপ্ত করার।  তারই অংশ হিসেবে গত ২২ এপ্রিল  দুপুরে গুলশানে নগর ভবনের সামনে আওয়ামী সমর্থিত সহকারী প্রকৌশলী  মো.কামরুল হাসান ও তত্তাবধায়ক প্রকৌশলী খন্দাকার মাহবুব আলমের ছবিসহ ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করিয়েছেন।  আর বাকিদের চাপে ফেলে গোপনে আতাত করে মোটা অংকের বাণিজ্য করার জন্য তাদের নাম ও পরিচয় প্রকাশ করছেন না।  

এরমধ্যে রয়েছে, বিদ্যুৎ বিভাগ, রাজস্ব বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, বস্তি উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ, ভান্ডার ও ক্রয় বিভাগসহ অন্যান্য বিভাগের বিষয়ে ইশারায় ঈঙ্গিতে ক্ষোভ প্রকাশ করাছেন।  আবার গোপনে গোপনে তাদেরকে বিএনপির পরিবারের সদস্য বানানো সবধরনের আযোজন চলছে।  ইতোমধ্যে  অকেই সফল হয়েছেন, ধারনা করা যাচ্ছে বাকীরাও সফল হবেন।।

 বিএনপির সুবিধাবাদীদের এই অপকর্মের ফলে একদিকে বিএনপির সুনাম যেমন ক্ষুন্ন হচ্ছে, অপরদিকে বিএনপির জনপ্রিয়তা তলানিতে নামছে।। আর এসব অপকর্মের ফলে ডিএনসিসিতে বিএনপির চিহ্নিত বেশ কয়জন নেতার বিরুদ্ধেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে একই সাথে দুদকে একাকধিক অভিযোগ নিয়ে পুরোদমে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা যায়।

ঢাকা দক্ষিণে ঘুষসহ গ্রেপ্তার ওয়ার্ড সচিব সোহেল:
এদিকে ঢাকা দক্ষিণ সিটির ২ নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদকের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  পূর্ব বাসাবো, সবুজবাগ থানা এলাকায় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেপ্তার করে দুদক।


ছবিতেঃ  মাঝখানে হাতে ঘড়ি ও চেকসার্ট অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটির ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল 

দুদক  জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি আরো জানান, লোকজনকে হয়রানী এবং ঘুষ অভিযোগে তাকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্র প্রয়োজন।  এ জন্য আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।  অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন যে, দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। 
আরো অভিযোগ রয়েছে, কুতুবউদ্দিন সোহেল আগত সকল সেবাপ্রার্থীর নিকট হতেই ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ হিসেবে এরুপ টাকা গ্রহণ করে থাকেন।  পরে  লোকজন বাধ্য হয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দুর্নীতিবাজ কর্মকর্তা ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলকে আইনের আওতায় আনতেই ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোঃ সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন।  
দুদকের ফাঁদ অভিযানে গতকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল দুপুরে ঘুষের টাকা গ্রহণের সময় সচিব কুতুবউদ্দিন সোহেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

আ. দৈ./ কাশেম
   বিষয়:  ঢাকা দুই সিটিতে আওয়ামী    দুর্নীতিবাজদের রক্ষায়   বিএনপির   ব্যাপক তদবির   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন
ইরান এগিয়ে আসছে পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে
‘সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামীর’ : তাহের
সিএনজি-পিকআপ সংঘর্ষে রাঙ্গামাটিতে নিহত ৫
ঐতিহাসিক মুহূর্তে আছে বর্তমান সরকার, দ্রুত জাতীয় নির্বাচনে যেতে চায়: আলী রীয়াজ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বিসিএসআইআর’র ৬ কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে অনিয়ম, দুদকের অভিযান
পুরোদমে কার্যক্রম চলছে ইউনিয়ন ব্যাংকে: এমডি
ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর ড্র অনুষ্ঠিত
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝