গাজীপুরের টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রোববার সকালে টঙ্গী মিলগেট এলাকায় যমুনা অ্যাপারেলস লিমিটেডের সামনের সড়কে এ বিক্ষোভ হয়।
শ্রমিকরা জানান, গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ১১৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয় এবং শ্রম আইনের আওতায় তাদের প্রাপ্য পাওনাও পরিশোধ করা হয়। এরপর থেকেই কারখানায় উত্তেজনা বিরাজ করছিল। নিরাপত্তা পরিস্থিতির অবনতি আশঙ্কায় গত বুধবার ও বৃহস্পতিবার উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের দাবি, কিছু বহিষ্কৃত শ্রমিকের উসকানিতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছিল। শনিবার সকালে কিছু শ্রমিক কাজে যোগ দিলেও দুপুরের দিকে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কর্মবিরতি শুরু হয়। বিকেলে শ্রমিকরা কারখানা ত্যাগ করেন।
রোববার (২৭ এপ্রিল) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এরপরই তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ বিষয়ে যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক মো. রাকিব সাজ্জাদ বলেন, "শ্রমিকদের অযৌক্তিক দাবির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। কোনো বিশৃঙ্খলা এড়াতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসনাইল হোসেন জানান, প্রায় ১,৮০০ শ্রমিক রোববার সকালে কাজ করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আ. দৈ./ কাশেম