বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে(বিসিক) নিয়োগ,পদোন্নতিতে,অনিয়মও ঘুষ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
০২ জানুয়ারি (বৃহস্পতিবার ) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমের সদস্যা বিসিক কার্যালয়ে এই অভিযান পরিচানা করেন। দুদকের অভিযানে বিসিকের বিভিন্ন পদের নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। এছাড়া বিসিক-এর লবণ সেলে প্রকল্পের আয়-ব্যয় ও পদোন্নতিসহ অন্যান্য অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।
সার্বিক পর্যালোচনায় ২০১৯ সালে ৬ষ্ঠ গ্রেডের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।
আ. দৈ. / কাশেম