সাইদুর রহমান বাচ্চুকে সিরাজগঞ্জ বিএনপির নেতৃত্বে আবার দেখতে চায় সিরাজগঞ্জ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা।
জানা যায়, আসন্ন সিরাজগঞ্জ জেলা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে, বিএনপিকে আরো শক্তিশালী ও সুন্দর করে ডেলে সাজাতে সাইদুর রহমান বাচ্চুকে
সিরাজগঞ্জ বিএনপির সাধারন সম্পাদক হিসেবে দেখতে চান।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পৌর শহরের খাঁন সাহেবের মাঠ, নারী নেতৃদের অংশগ্রহণে জেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড বিএনপি মহিলা দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা "আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে সাইদুর রহমান বাচ্চুকে আবার নেতৃত্বে দেখতে চাই"। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময়ে উপস্থিত ছিলেন, উল্লেখ্য যে, দেশে আলোচিত ফেলানী হত্যা কান্ডে সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে হাজার হাজার নারীরা ঝাড়ু মিছিলে অংশ নেয়। তৎকালীন সময়ে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল ব্যাপক আলোচনা সমালোচনায় জন্ম দেয়। এছাড়া গত কয়েক বছর ধরে জেলা বিএনপির আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই ৪ আগষ্ট সিরাজগঞ্জ ২য় স্বাধীনতার নেতৃত্ব দেয়।
আ. দৈ. /কাশেম/ আশরাফ