ফরিদপুর মধুখালীতে বিএনপি'র নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক কাজি রহমান মানিক। শনিবার ( ০৭ সেপ্টেম্বর) দুপুরে মধুখালী রেলগেট সংলগ্ন বিএনপি দলীয় অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সময়ে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা ও ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ভিপি আব্দুল আলীম মানিক।
সে সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মন্নু, যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, সাবেক যুবদলের যুগ্ন আহবায়ক ইয়াসিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কনক হাসান মাসুদ, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান কালা সদস্য সচিব রায়হান মোল্যা, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক আকরাম খান,উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, হাবিবুর রহমান সুমন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব,সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের আহবায়ক রজব ইসলাম, যুগ্ম আহবায়ক আকিদুল ইসলাম সহ অন্যান্যরা।
আ. দৈ. /কাশেম/ রানা