নোয়াখালী বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন নামে এক যুবককে গুলি ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কবির হোসেন স্থানিয়া হাজী বাড়ির নুর নবীর ছেলে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) আলাইয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার বাইরে ছিল। আজ মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে প্রথমে পায়ে ও পেটে গুলি করে পরে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে তবে কে বা কারা কেন হত্যা করেছে-এ বিষয়ে এখনো জানা যায়নি।
এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পুলিশ এখন পর্যন্ত কবিরের বিরুদ্ধে ৩টি মামলার রেকর্ড পেয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি জানান।
আ. দৈ/ আফরোজা