শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃত্যু ২, বসতি পুড়েছে কয়েক শ
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 24 December, 2024, 5:23 PM  (ভিজিট : 34)

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। আগুনে প্রায় কয়েক শ বসত-ঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ আরো ১০-১৫ জন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকাস্থ লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন জানিয়েছেন, প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। 

ওসি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক ব্যক্তি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্যান্য স্থাপনায় মুহুর্তেই ছড়িয়ে পড়ে।

রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরো ৩টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনীর সদস্যরা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মাঝে একজনের বয়স ৬৩ বছর ও অন্যজনের বয়স ৬ বছর।

আ.দৈ/ সাম্য
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝