টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী জনতা। উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার ( ২০ ডিসেম্বর) বাদ জুমা উপজেলা সদরের বাইপাস সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাদ্রাসার নায়েবে মোহ্তামিম মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মওলানা মুফতি মফিজুর রহমান, মাওলানা নেছারউদ্দিন বিন জহুরুল হক, উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম। এছাড়াও মাওলানা আব্দুল হান্নান, মুফতি আবু সাইদ, মাওলানা জিন্নাত আলী, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা জুনায়েদ হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুদ্দীন, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস শুকুর প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, তাবলীগ জামাত যুগে যুগে ইসলাম প্রচার করে আসছে। সাদপন্থী কিছু বাতেল তাবলীগকে কুলোশিত করতে মাঠে নেমেছে। এরা বাতেল, এদের স্থান এইদেশে হবে না। সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের উপজেলায় যদি সাদপন্থী কেউ থাকে তাহলে তওবা করে ঐ বাতেল থেকে ফিরে আসতে হবে। কোন বাতেলদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
বক্তারা আরও জানান, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকা মুসলিমদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলায় চারজন সাথী ভাই শহীদ হয়েছেন। এর আগে এই বাতেলরা ২০১৮ সালে সন্ত্রাসী হামলা চালিয়েছিলো। অনতিবিলম্বে সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এই তাওহিদী জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
আ. দে./ কাশেম / রানা