পটুয়াখালীর বাউফলে আ. আলী মাতব্বর নামে এক বর্গা চাষীর খেতের কাটা ধান লুটে করে নেয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন জমির মালিক মো. মেহেদী হাসান রাসেল।
থানার অভিযোগ ও চাষী আলী মাতব্বর জানান, তিনি একজন বর্গা চাষী। জমির মালিক রাসেলের কাছ থেকে দেড় এক জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। চলতি আমন মৌসুমে তিনি দেড় একর জমিতে আমন চাষ করেন। ঘটনার দিন তিনি খেতের ধান কেটে ট্রলারে করি বাড়ি ফেরার পথে চরনিমদী গ্রামের লাল গাজীর ছেলে কবির গাজী (৫৫) ও নজরুল গাজী (৬০) ৬-৭জন লোক নিয়ে ট্রলার থেকে ধান লুট করে নিয়ে যায়। এ সময় চাষী বাঁধা দিতে আসলে তাকে প্রাণনাশের হুমকি দেন তারা।
জমির মালিক রাসেল বলেন, চরনিমদী মৌজায় ৯নং খতিয়ানের ১১৪ নং দাগে আমার নানা দেড় এক জমির বৈধ মালিক। দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। আমাদের চাষী জমি চাষাবাদ করে থাকেন। কবির ও নজরুল গাজীর জমি ১১৪/১ নং দাগে। তারপরেও তারা আমাদের জমির মালিকানা দাবি করে ধান লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে কবির গাজী বলেন, লুট করিনি। জিম্মায় রেখেছি। সালিশ বৈঠকে যারা ধান পাবে তারা নিয়ে যাবে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আ.দৈ/এআর/নাজিম