হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলা সদরের ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ের সোলেমান মিয়ার স্ত্রী।
জানা যায়, শুক্রবার বিকেলে সোলেমান মিয়া বাজার থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা গেটের কাছে একটি ধানবোঝাই ট্রাককে ওভারটেক করতে গেলে স্ত্রী ছিটকে পড়েন।
এ সময় পেছন থেকে ধানবোঝাই ট্রাক এসে ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আ. দৈ/ আফরোজা