লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে শারীরিক
প্রতিবন্ধী হাবিবুর রহমান বাচ্চু ও তার স্ত্রী রাশিদা বেগমকে (৩০) মেরে ঘর
ছাড়া করেছে স্বজনরা।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির ৬ নম্বর
ওয়ার্ডস্থ বেপারী বাড়িতে। নিজের জমিতে ভুক্তভোগী নারীর স্বামী হাবিবুর
রহমান গাছের আগাছা পরিস্কার করতে গেলে ঘটনার সুত্রপাত ঘটে। মারধরের
একপর্যায়ে প্রতিবন্ধী বাচ্চুর স্ত্রীর আট আনা একটি চেইন নিয়ে যায়
দুষ্কৃতকারীরা।
ঘটনার পর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে একই বাড়ির হামলাকারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কবির হোসেনসহ চার জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।
আহত রাশিদা বেগম বলেন, আমার স্বামী ও আমাকে মারধর করা হয়েছে। আমি বিচার দাবী করছি। রাশিদার স্বামী শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান বলেন, আমাদের মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। বসতঘর ভাঙচুর করেছে। আমাকে প্রতিবন্ধী বলে গালিগালাজ করেছে। আমার কেউ না থাকায় তারা মারধর ও জিনিসপত্র লুটে নিয়েছে।
বিষয়টি জানতে বিবাদীদের বেশ কয়েকবার মোবাইল কল করা হলেও তাদের পাওয়া যায়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ. দৈনিক / কাশেম/রাশেদ