লক্ষ্মীপুরে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম চালু হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) জেলার রায়পুরে উপজেলা প্রশাসন আর্ট স্কুলের সামনে বসে এই বাজার। এদিন দুপুর দুইটা নাগাদ মরিচ, লাউ, চিচিঙ্গা, করলা, মুলাসহ প্রায় দশ পদের শাক-সবজির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সামাজিক সংগঠন হিউম্যান এইড সোসাইটির বাজার থেকে ন্যায্য মূল্যে কাঁচা শাকসবজি কিনে আত্মীয় স্বজনদের সাথে মোবাইল কলে যোগাযোগ করে অনেকে জানাচ্ছেন খুঁশির সংবাদ। বলছেন, দ্রুত ছুটে আসতে।
সবজি কিনতে আসা ইব্রাহিম হোসেন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম কম দামে পণ্য বিক্রয় হচ্ছে। ৫৫ টাকা দরে এক কেজি কচুর চড়া কিনেছি। রিকশা চালক আকবর বলেন, বাজার দুইটায় চালু হয়েছে। আমাকে ফোন করেছে আনোয়ার ( রিকশা চালক)। আমি চারটায় এসে দেখি মোটামুটি বাজার জমজমাট। দুইশো ৫০ টাকার সদাই নিয়েছি।
বাজারটির উদ্যোক্তা ও হিউম্যান এইড সোসাইটির সভাপতি আরিফ হোসেন বলেন, আমরা আজ ১৪ হাজার টাকার কাঁচামাল কিনেছি। এগুলোর বহন খরচ ও সামান্য লাভ ধরে বাজারে বিদ্যমান দাম থেকে কম দামে বিক্রয় করছি। গড়ে বাজার সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ বলেও জানান তিনি।
হিউম্যান এইড সোসাইটি সূত্র জানায়,রায়পুর উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে এই বাজার পরিচালনা করা হচ্ছে। পৃষ্ঠপোষকতা পেলে কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।
আ. দৈ. /কাশেম/ জিহাদ