শনিবার, ১৬ আগস্ট ২০২৫,
১ ভাদ্র ১৪৩২
ই-পেপার

শনিবার, ১৬ আগস্ট ২০২৫
আইন-আদালত
ছাত্রলীগের সন্ত্রাসী বাবুসহ ৩ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক :
Publish: Friday, 15 August, 2025, 8:21 PM  (ভিজিট : 12)

ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বাবুসহ তিনজনকে  গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগাওে পাঠিয়ে দেন।

আজ  শুক্রবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানে আদালত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর কওে তাদেরকে কারাগাওে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৭নং ওয়ার্ডের (তেজগাঁও) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে ডালিম। এদিন তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

তাদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে শুনানি করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কলুষিত করার জন্য এবং সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত, ক্ষতিসাধনের জন্য এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য নিষিদ্ধঘোষিত সংগঠনের ৫০/৬০ জন সকাল ৫টা ২০ মিনিটের দিকে গুলিস্তানে সমবেত হয়ে মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

তাদের মিছিলের স্লোগান শুনে ও আনুষঙ্গিক কার্যক্রমে পুলিশ বুঝতে পারে, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা একত্রিত হয়ে দেশের আইন-শৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিবোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল।

 তারা প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে অমান্য করে যে কোনো বড় ধরনের আঘাত ঘটাতে পারে। গণজমায়েত হয়ে অজ্ঞাতনামা আসামিরা দেশের সর্বভৌমত্বকে আঘাত ও মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থক হিসেবে একত্রিতভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে।

অজ্ঞাতনামা আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতি সাধনের যড়যন্ত্র এবং ধংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিল। এ ঘটনায় গত ২৬ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করে।

আ. দৈ./কাশেম



আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে, স্বস্তিতে নিম্নাঞ্চলের মানুষ
ছাত্রলীগের সন্ত্রাসী বাবুসহ ৩ জন কারাগারে
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার অনুরোধ প্রধান উপদেষ্টার
এক সেনা কর্মকর্তার নারী নির্যাতনের অভিযোগ তদন্তে বোর্ড গঠন
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে : প্রেস সচিব
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএসসিসিতে শ্রমিক দলের ৩ গ্রুপ মুখোমুখি, সংঘর্ষের আশঙ্কা ; প্রশাসকের চেয়ারে বসে কর্মচারীর ফেসবুকে পোস্ট
খেলাফত না গণতন্ত্র : সুশাসনের প্রকৃত পথ কোনটি?
হাসিনার পক্ষে লড়তে জেড আই খান পান্নার আবেদনে ট্রাইব্যুনাল বললেন, ‘আপনি ট্রেন মিস করেছেন’
ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয়: নাহিদ
এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই : ববি হাজ্জাজ
আইন-আদালত- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝