শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা প্রাথমিক অবস্থায় ব্যথার মাধ্যমেই প্রকাশ পায়। তবে প্রায়ই আমরা এই সংকেতকে এড়িয়ে যাই। কখনো কখনো নিজেকে সন্তুষ্ট রাখি সবকিছু ভালো আছে, এই বলে। অনেকেই রোগ খুব জটিল না হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছেও যান না।
ব্যথা হওয়া মানে শরীরে কোনো সমস্যা হয়েছে। শরীরে কিছু কিছু অংশের ব্যথা একদমই এড়িয়ে যাওয়া ঠিক নয়। এগুলো পরবর্তী সময়ে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এতে ভুগতেও হয় বেশ।
কখনো শরীরে ব্যথা অনুভব হলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তবে এর পাশাপাশি হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আমল করা যেতে পারে। এতে আল্লাহ তা'য়ালা সহজেই সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।
কারো শরীরে কোথাও ব্যথা পেলে ব্যথার স্থানে হাত রেখে ৩ বার বিসমিল্লাহ পড়বে, এরপর ৭ বার বলবে
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ: আউযুবিল্লাহি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা-আজিদু ওয়া উহা-যিরু।
অর্থ: আমি আল্লাহ ও তাঁর কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে।
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বুখারি ৬৩৪০)
আ.দৈ/এআর