বুধবার, ৩০ জুলাই ২০২৫,
১৫ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

বুধবার, ৩০ জুলাই ২০২৫
চাকরি
প্রশাসন ক্যাডারের বাইরে পদোন্নতি বঞ্চিত সাবেকরা আবেদন করুন
ডেস্ক রিপোর্ট
Publish: Tuesday, 27 May, 2025, 1:09 PM  (ভিজিট : 169)

বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে। তাদের মধ্যে সেসব ক্যাডারে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

 আগামী ১৬ জুন পর্যন্ত এ বিষয়ে আবেদন নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আবেদনকারীকে স্ব স্ব মন্ত্রণালয় বা বিভাগের কাছে আবেদন করতে হবে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য যেসব ক্যাডারে ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে সেসব ক্যাডারের যেসব কর্মকর্তা ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ের মধ্যে অবসরে গেছেন এমন কর্মকর্তাদের সংযুক্ত ছক মোতাবেক আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে স্ব স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের কাছে আবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবসহ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকেও জ্ঞাতার্থে ও কার্যার্থে পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

জানতে চাইলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি। এসব কর্মকর্তার অনেকেই উচ্চতর পদে পদোন্নতির যোগ্য ছিলেন। শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের আদর্শিক অপবাদ দিয়ে পদোন্নতি বঞ্চিত করা হয়। এদের মধ্যে অনেকেই বঞ্চনা নিয়ে অবসরে চলে গেছেন, তাদের বিষয়টি নিষ্পত্তি করতে এদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এ বিষয়ে প্রাপ্ত আবেদন বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বঞ্চনার কারণ উল্লেখ করে তার কনিষ্ঠ কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়ে তাকে সুপারসিড করেছেন, তার বিস্তারিত তুলে ধরে বঞ্চিত কর্মকর্তার নাম, ক্যাডার, পরিচিতি নং, ব্যাচ, ব্যাচে মেধাক্রম, ক্যাডারে যোগদান বা এনক্যাডরমেন্টের তারিখ, অবসরোত্তর ছুটির তারিখ, অবসরকালীন পদবি ও গ্রেড, পদোন্নতি বঞ্চনার সংক্ষিপ্ত তথ্য আবেদনে আলাদাভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করার জন্য বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি ছক (কর্মকর্তা কর্তৃক পূরণীয়) বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।

আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসির যথাযথ পদক্ষেপ চায় এনসিপি
ইউপি চেয়ারম্যান লাক মিয়াকে রিমান্ডে এনে দুদকে জিজ্ঞাসাবাদ
আইনগত ভিত্তি না থাকলে সংস্কার প্রস্তাবে সই করবে না জামায়াত
জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে : ফারুক-ই-আজম
জুলাইয়ের বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে : তারেক রহমান
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
সীমান্ত ব্যাংক এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পানির জন্য পল্লবীতে বিহারীদের সড়ক অবরোধ
বড় মেয়ের পালিয়ে বিয়ের জেরে, ছোট মেয়েকে ৪ বছর ঘরবন্দি করে রাখলেন বাবা
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
চাকরি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝