সোমবার, ১৭ নভেম্বর ২০২৫,
৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
চাকরি
গণপূর্তের প্রকৌশলী-স্থপতিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 30 July, 2025, 5:12 PM  (ভিজিট : 80)

অবশেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে গণপূর্ত অধিদপ্তরের ৫ জন প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের একজন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ সুনিদিষ্ট অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে ।  আজ বুধবার (৩০ জুলাই) গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত ও বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন; মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম).(চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ.দা.) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা।

উল্লেখিত ৬ জন কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে রুজু করা বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মনিরুজ্জামান মনি টরেন্টো ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডক্টরাল প্রোগামে অংশগ্রহণ করে ১ সেপ্টেম্বর ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরি করা প্রেষণ ও ছুটির পর ১ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনুমতিবিহিনভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

আবদুল্লা আল মামুন পিএইচডি ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নের নিমিত্ত ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরি করা প্রেষণের পর ১ জানুয়ারি ২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ১৫ মে ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।  
 
রাহানুমা তাজনীন ইউনিভার্সিটি অব ইউমিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে অধ্যয়নের নিমিত্ত ১ আগস্ট ২০২১ থেকে ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিক রা প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিত ভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

ফারহানা আহমেদ রিয়ারসন বিশ্ববিদ্যালয়তে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৪ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 

মফিজুল ইসলাম দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০ ডিসেম্বর ২০২৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরি করা প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

শিরাজী তারিকুল ইসলাম গত ১২ মে ২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাকে ২১ মে ২০২৫ তারিখে চাকরি হতে বরখাস্ত করা হয়।  

আ. দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
দাউদ ইব্রাহিমের পার্টিতে দুই বলিউড তারকা, নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
আগুন-ককটেল হামলাকারীকে গুলি চালানোর নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
চাকরি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝