প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধিদল।
বৈঠকে খালেদ সাইফুল্লাহ ছাড়াও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি বাংলাদেশি রয়েছে। ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন। প্রবাসীরা উষ্মা প্রকাশ করছেন তাদের ভোটাধিকার নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন যারা প্রবাসীরা আছে তারা ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় আছে।
খালেদ সাইফুল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশন যেন প্রতি সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন। যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীরা আপডেট জানতে পারবেন। আমাদের যারা প্রবাসী ভাই-বোনেরা আছে যারা ভোট দিতে চায়। তারা একটাও আপডেট পান না। প্রবাসীদের অনেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত না। তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে। কিন্তু যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে, সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কীভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান। যাতে করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এছাড়া আরও ছোট ছোট কিছু বিষয়ে কথা হয়েছে।’
নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে এনসিপির নেতা বলেন, আমরা প্রতীক হিসেবে শাপলা চেয়েছি এটার আমাদের লিগ্যাল আর্গুমেন্ট। আমরা মনে করি এটা আমরা পাওয়ার যোগ্য। আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো এখানে দিয়েছি, যা ৪৩ হাজার পাতা। তবে কিছু জায়গায় ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় উনারা উল্লেখ করেছে যেই জায়গাগুলো ঠিক করে তাদের কাছে আবার জমা দেবো। আমাদের ডেডলাইন ৩ আগস্ট তার আগেই এটা জমা দেবো।