আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) এর সভাপতিত্বে রাজউক কর্তৃক অধিগ্রহণকৃত পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়নগঞ্জ, গাজীপুর ও রূপগঞ্জের জমির মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের স্বার্থক বাস্তবায়নের লক্ষ্যে মূল অধিবাসীগণ তাদের মতামত ব্যক্ত করেন। একই সাথে তারা প্রকল্প এলাকার মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত লোকদের পক্ষে রাজউক চেয়ারম্যান এর বরাবর ১৩ দফা দাবি উল্লিখিত স্মারকলিপি প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান পূর্বাচল প্রকল্পের বিভিন্ন মামলা জটিলতা জনিত সমস্যা নিরসনে এবং ক্ষতিগ্রস্থদের মাঝে বরাদ্দকৃত প্লটের জটিলতা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
একই সাথে ক্ষতিগ্রস্ত লোকদের সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রতি শনিবার রাজউক এর পূর্বাচল অফিসে রাজউক চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন। এ সময় রাজউক চেয়ারম্যান সভায় উপস্থিত মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের দাবি এবং সমস্যা সমূহ লিখিত আকারে প্রকল্প পরিচালকের কাছে জমা দিতে পরামর্শ দেন। রাজউক চেয়ারম্যান সভায় উল্লেখ করেন, প্রকল্প এলাকায় ৯৭ টি মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে প্রকল্প এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সম্পর্কে রাজউকের পরিকল্পনা জানানো হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আহাদ, এনডিসি এবং পুর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক ও পরিচালক (এস্টেট ও ভূমি-২) জনাব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। সভায় আরও উপস্থিত ছিলেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাধারণ অধিবাসীদের প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম