শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
রাজনীতি
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 24 April, 2025, 9:07 PM  (ভিজিট : 59)

চলচ্চিত্র সমিতিতে জায়গা না পেয়ে ইলিয়াস কাঞ্চন রাজনীতি আসছেন বলে মন্তব্য করেছেন জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ১৭ বছরে আপনার কোনো খোঁজখবর ছিল না। চলচ্চিত্র সমিতিতে জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন। আর এখন কেনো নামতে হলো। সুসময় এসে আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন? পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙুলও থাকবে না।

এসময় ইলিয়াস কাঞ্চনের দলের নাম ‘জনতার অধিকার’ শব্দের সঙ্গে মিল থাকায় আপত্তি জানান তরিকুল ইসলাম ভূঁইয়া। এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান তিনি।

তরিকুল ইসলাম ভূঁইয়া জানান, ইলিয়াস কাঞ্চনের দলের নাম তাদের দলের সঙ্গে প্রায় অভিন্ন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ কারণে তিনি ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে নাম পরিবর্তনের আহ্বান জানায় পিআরপি আরও হুঁশিয়ার করে দিচ্ছি, নির্ধারিত সময়ের মধ্যে নাম পরিবর্তন না করা হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, গত সরকারের আমলে শেখ হাসিনা বিভিন্ন সময় সাংবাদিক তৈরি করার কারখানা করেছেন বর্তমান সময়ের নতুন আরেকটা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তাদের বিভিন্ন অনুসারী দিয়ে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে আওয়ামী লীগকে মাঠে নামানোর নতুন প্রত্রিয়া শুরু করেছেন।

তরিকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে আরও একটি বিষয় উপলব্ধি করেছি বিএনপি আওয়ামী লীগ কেন যেন এক হয়ে যাচ্ছে। ২৪ শে জুলাই আগস্টের বিপ্লবকে বাধাগ্রস্ত করছে। কোন দুই একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার প্রক্রিয়া করেছেন। পালিয়ে যাওয়ার সরকার আওয়ামী লীগ রেখে যাওয়া তাদের লুটপাটকারী চিহ্নগুলো বর্তমানে একটি গোষ্ঠী এগুলো লুটপাট এবং চাঁদাবাজির মাধ্যমে আগের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন অর্থাৎ ছোট ভাই গিয়েছেন বড় ভাইরা দায়িত্ব নিয়েছেন পার্থক্য শুধু এখানে একটু বাকিটা সাংবাদিক ভাইয়েরা বুঝে নিবেন।

তিনি বলেন, আমরা যারা গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে জেল জুলুম হামলায় মামলায় জর্জরিত। আমরা এখন ফ্যাসিস্ট হয়ে গেছি আর ৫ তারিখে আশা রাজনৈতিক নেতৃবৃন্দগুলো আগে নির্যাতিত হয়ে গেছেন এটি আগামী রাজনীতির জন্য খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনকালীন সময় অর্ধশত রাজনৈতিক দলের নিবন্ধন থাকা সত্ত্বেও শুধু ক্ষমতার জন্য অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করেন। যাদের নিবন্ধন থাকার সত্ত্বেও অন্য প্রতি কে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাদের নিবন্ধন বাতিল করতে হবে অন্যথায় ওইটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব অনেক ধৈর্য ধরেছি অনেক সহ্য করেছি।

পিআরপি চেয়ারম্যান বলেন, এভাবে একটি দেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবেনা। এভাবে চলতে থাকলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার।

আ.দৈ/আরএস

   বিষয়:  ইলিয়াস   কাঞ্চনের   পিঠের   চামড়া   থাকবে   না  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন
ইরান এগিয়ে আসছে পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে
‘সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের দাবি জামায়াতে ইসলামীর’ : তাহের
সিএনজি-পিকআপ সংঘর্ষে রাঙ্গামাটিতে নিহত ৫
ঐতিহাসিক মুহূর্তে আছে বর্তমান সরকার, দ্রুত জাতীয় নির্বাচনে যেতে চায়: আলী রীয়াজ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বিসিএসআইআর’র ৬ কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে অনিয়ম, দুদকের অভিযান
পুরোদমে কার্যক্রম চলছে ইউনিয়ন ব্যাংকে: এমডি
ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর ড্র অনুষ্ঠিত
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
রাজনীতি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝