আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যৌথ উদ্যোগে ॥'রিপোর্টিং অন নন ভায়োলেন্স ॥' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত ভার্চুয়াল এই কর্মশালা চিলি, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শতাধিক সদস্য এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে অস্থিতিশীল বিশ্বকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল করার লক্ষ্যে অহিংস দৃষ্টিভঙ্গি ( নন ভায়োলেন্স এ্যাপ্রোচ) নিয়ে সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রেসেঞ্জার সহ-পরিচালক পিয়া ফিগুয়েরা।
তিনি বলেন, কখনও কখনও নেতিবাচক রিপোর্টিং সমাজে সহিংসতাকে ব্যাপকভাবে উসকে দেয়। যা সুস্থধারার সাংবাদিকতার ক্ষেত্রে কখনো কাম্য নয়। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গি রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং জানতে হবে। এই প্রয়াস থেকেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
পিয়া ফিগুয়েরা বলেন, এই ধরণের কর্মশালা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকতার সুস্থ বিকাশের ক্ষেত্রে আমরা আয়োজন করে থাকি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সাংবাদিকদের জন্য এমন একটি কর্মশালার আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই।
কর্মশালার শুরুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যখন সহিংসতার কারণে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময়ে নন ভায়োলেন্স এ্যাপ্রোচ নিয়ে আন্তর্জাতিক কর্মশালা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা বিশ্বাস করি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য এই ধরণের কর্মশালা খুবই ফলপ্রসূ হবে। আগামী দিনেও প্রেসেঞ্জা॥'র সঙ্গে এমন ভালো ভালো উদ্যোগে রিপোর্টার্স ইউনিটি যুক্ত থাকবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এমন উদ্যোগের জন্য আন্তর্জাতিক প্রেস এজেন্সি প্রেসেঞ্জা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরণের স্পর্শকাতর বিষয়ের উপর আরো কর্মশালা আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিরকে যুক্ত করার অনুরোধ জানান।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ডেভিড এন্ডারসন, আর্জেন্টিনার বুয়েন্স আইরেস থেকে জাভিয়ার টোলকাচার ও ভ্যালেরিও মারিনাই, যুক্তরাজ্য থেকে এন্টোনিও কারভালো, ইতালি থেকে ডেভিড টরমেন প্রমুখ।
উদ্বোধনের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, প্রেসেঞ্জা॥'র ঢাকা প্রতিনিধি শামসুল হক বসুনিয়া, আইয়ুব আনসারী, শেখ আরীফ ও সাব্রিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালাটি স্প্যানিস এবং ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হলেও এতে বাংলায় অনুবাদক হিসেবে যুক্ত ছিলেন ফারজানা আলম, শারমিন রহমান সুমি ও সুমাইয়া জামান।
সম্মানিত অংশগ্রহণকারী সহকর্মীবৃন্দ- নিজ নিজ পত্রিকা, পোর্টালে কর্মশালার নিউজটি প্রকাশের ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকবো।
আ. দৈ/ কাশেম /এস রহমান