কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকদের মারধর করে সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনার তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উক্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আমি শুনেছি তবে এখনও চিঠি হাতে পাইনি। ক্যাম্পাসের বাহিরে থাকায় ১৬ জুলাই এসে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে দেখবো। আমার মাধ্যমে হলে সুষ্ঠু তদন্ত করা হবে।’
আ. দৈ./কাশেম