ঢাকা ব্যাংক পিএলসি’র ম্যানেজার কনফারেন্স ২০২৫, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সসবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়।
গত (১২ এপ্রিল) ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ উক্ত সভায় সভাপতিত্ব করেন।
প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পনসর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক সর্বজনাব আব্দুল্লাহ আল আহসান, আলতাফ হোসাইন সরকার, খন্দকার মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জসিম উদ্দিন,আমিরউল্লাহ, স্পনসর শেয়ার হোল্ডার খন্দকার জামিল উদ্দিন, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, ডক্টর মোহাম্মদ আলী তসলিম, ফিরোজ আহমেদ, প্রফেসর বিলকিস আরা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সর্বজনাব আখলাকুর রহমান (কর্পোরেট ব্যাংকিং), মোহাম্মদ মোস্তাক আহমেদ,শেখ আব্দুল বাকির সহ ঢাকা ব্যাংকের সমগ্র বাংলাদেশের সকল শাখার ম্যানেজার, ম্যানেজার অপারেশন ও ডিভিশনস এর প্রধানগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় ঙহব ঞবধস, ঙহব ঠরংরড়হ- অপযরবারহম এৎড়ঃিয ঞযৎড়ঁময ঝুহবৎম এই স্লোগান কে সাথে নিয়ে ২০২৫ সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়।
র/আ