আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘‘প্রথম সার্টিফাইড ইন্টারন্যাশনাল ট্রেড প্রফেশনাল’’ (সিআইটিপি) শীর্ষক তিন মাসব্যাপী বিশেষ ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল আব্দুর রহিম দুয়ারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৗহিদ সিদ্দিকী। এআইবিটিআই আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির এ ট্রেনিং কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৬১ জন নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিআইটিপি সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করে ব্যাংকিং খাতে একটি মাইলফলক স্থাপন করেছে, যা প্রচলিত সিডিসিএস মানদণ্ডের চেয়েও অধিকতর উত্তম। এই উদ্যোগ আমাদেও পেশাদারদের আন্তর্জাতিক বাণিজ্যে অত্যাধুনিক দক্ষতা প্রদান করবে, যা কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ঝুঁকি প্রশমন এবং আন্তর্জাতিক বাজাওে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্ভাবন, পেশাদার উন্নয়ন এবং ইসলামী ব্যাংকিংয়ে নেতৃত্ব প্রদানের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য অর্থায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।
র/আ