আমেরিকার সমর্থনে অবৈধ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইয়েলের বাহিনী নির্বিচারে ফিলিস্তিনের গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। ইসরাইয়েলের প্রাণঘাতী হামলা এবং অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে নারী শিশু কেউ রক্ষা পাচ্ছে না। গাজায় হাসপাতাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও আশ্রয় ক্যাম্পগুলোও হামলা চলছে। এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরা। বিশেষ করে নারী ও শিশু। ফলে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।
সংবাদমাধ্যম আল-জাজিরা সবশেষ খবরে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে ও সেখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিধ্বস্ত রাস্তা ও ধ্বংসস্তূপের কারণে অ্যাম্বুলেন্স সেই বাড়িতে পৌঁছানো খুব কঠিন।
নুসাইরাতেও একটি ইসরায়েলি কোয়াডকপ্টার একজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।তাছাড়া রাতভর গাজা শহরের শুজাইয়ায় একটি বাড়িতে বোমা হামলা হতাহতের ঘটনা ঘটেছে।গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাফাহ ও খান ইউনিসে ক্রমাগত গোলাবর্ষণ চলছে। ফিলিস্তিনিরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এসব এলাকায় চালানো বর্বর হামলায় হতাহতের অধিকাংশই নারী ও শিশু। কেবল চলমান বিমান হামলাই নয়, সেখানে ব্যাপক বাস্তুচ্যুতি ও অনাহারের ঘটনাও ঘটছে। কারণ সেখানে ত্রাণবাহী কোনো ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আ. দৈ./ কাশেম