বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত প্রেমকাহিনি ভিত্তিক সিনেমা ‘সাইয়ারা’ নিয়ে দর্শকমহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে সিনেমার প্রেমের গল্প বাস্তব জীবনে রূপ নিয়েছে উত্তেজনায়, যার জেরে মারামারিতে জড়িয়ে পড়েন দুই তরুণ।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গ্বালিয়র শহরের একটি সিনেমা হলে। জানা যায়, 'সাইয়ারা' সিনেমাটি দেখার পর হল থেকে বের হওয়ার সময় এক তরুণীকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরবর্তীতে সেই তর্ক গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে।
শুক্রবার (২৬ জুলাই) ‘গোয়ালিয়র নিউজ লাইভ’-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিনেমা হল চত্বরে দুই তরুণ পরস্পরকে কিল-ঘুষি মারছেন এবং ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দর্শক তাদের থামাতে চেষ্টা করলেও ব্যর্থ হন।
ভিডিওতে সংশ্লিষ্ট তরুণীকে দেখা না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই তরুণ দীর্ঘদিন ধরেই একই তরুণীকে ভালোবাসতেন। এই প্রেমঘটিত দ্বন্দ্ব সিনেমা দেখার আবহেই হঠাৎ প্রকাশ্যে এসে পড়ে।
ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুই তরুণকে শনাক্তের চেষ্টা চলছে। চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, সিনেমা দেখাকে কেন্দ্র করে এমন ঘটনার সমালোচনা করছেন অনেকে। তারা বলছেন, একটি বিনোদন মাধ্যম থেকে ফিরে এমন অপ্রত্যাশিত আচরণ কোনোভাবেই কাম্য নয়। সামাজিকভাবে সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার ওপর জোর দিচ্ছেন অভিভাবকরাও।