রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
বিশেষ সংবাদ
সরকারের নির্দেশ,দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনের
পাসপোর্ট অধিদফতরের ভেতরের দুর্নীতিবাজ ও বহিরাগত দালালদের সমন্বয়ে সিন্ডিকেট সক্রিয়
আবুল কাশেম
Publish: Thursday, 3 April, 2025, 1:54 PM  (ভিজিট : 73)

অত্যন্ত লাভজনক ও সেবাখাতের মধ্যে অন্যতম প্রতিস্ঠান হচ্ছে পাসপোর্ট অধিদফতর। কিন্ত পাসপোর্ট অধিদফতরের ভেতরে ঘাপটি মেরে থাকা কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা,কর্মচারী এবং বহিরাগত দালালদের সমন্বয়ে গড়ে উঠা শক্তিশালী সিন্ডিকেট এই প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখঁড়ায় পরিতন করেছেন।  ভয়াবহ জালিয়াতি, ঘুষ ,দুর্নীতি এবং সেবা প্রার্থীদের অযাচিত হয়রানীর লাগাম টেনে ধারমতো যেন কেউ নেই। দুর্নীতি দমন কমিশন ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ মাঝে মধ্যে অভিযান চালানোর পরও এই প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি আর জনগণের হয়রানী বন্ধ হচ্ছে না।

তবে বর্তামান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কঠোর নির্দেশনার পর একটু নড়েচড়ে বসছেন সরকারের সংশ্লিস্ট কর্মকর্তারা। সম্প্রতি  পাসপোর্ট অধিদফতরে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অধিদফতরের দুই জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের তালিকায় রয়েছেন আরও কয়েকজন কর্মকর্তা। গুরুতর অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে।  পাসপোর্টের ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের পরিচালক তৌফিকুল ইসলাম খানকে গত ৯ মার্চ সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার গণমাধ্যকে বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা শাস্তি পাবে। এখানে দুর্নীতি করে পার পাওয়ার কোনও সুযোগ নেই। যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এটি চলমান থাকবে।’ এই কর্মকর্তা তিনি ২০০৪ সালে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতরের একজন সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন। তার প্রথম পোস্টিং যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। 

চাকরি জীবনে তিনি নোয়াখালী, গোপালগঞ্জ, সিলেট, কুমিল্লা, ঢাকার যাত্রাবাড়ী, ঢাকাস্থ হেড অফিস, খুলনা এবং বর্তমানে প্রধান কার্যালয়ের পার্সোনালাইজেশন সেন্টারে পরিচালক হিসেবে কর্মরত। এর মধ্যে তিনি সহকারী পরিচালক ছিলেন ৭ বছর, উপ-পরিচালক ৮ বছর এবং উভয়পদে মোট ১৫ বছর পূর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে পরিচালক পদে পদোন্নতি পান। এ সময় তিনি সর্বসাকুল্যে যথাক্রমে ৫৫ হাজার, ৬৫ হাজার এবং বর্তমানে ৭৫ হাজার টাকা করে বেতন তুলছেন। কিন্তু এই সময়ের মধ্যে তিনি ঢাকায় ৮টি ফ্ল্যাট,  ৭টি প্লট ও বিপুল অর্থ-বিত্তের মালিক বনে যান।

সূত্র মতে, উত্তরার ই-পাসপোর্ট পার্সোনালাইশন কমপ্লেক্স শাখায় উপ-পরিচালক মাসুম হাসানের চাকরির বাইরে দৃশ্যমান কোনও আয় নেই। কিন্তু তিনি ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রীর ব্লক-কে, রোড-১৮, বাড়ি-১৯২, ‘সিনথিয়া ভিউ’র চতুর্থ তলায় ১৯২৩ বর্গফুট আয়তনের ফ্ল্যাট কিনেছেন। প্রায় ২ কোটি টাকায় এই ফ্ল্যাট কিনলেও মাসুম হাসান এটির দলিল মূল্য দেখিয়েছেন মাত্র ৪১ লাখ ২২ হাজার ৭৫০ টাকা। দেড় কোটি টাকায় ২০১২ সালে উত্তরায় কিনেছেন (দলিল নং-৬৮৫৫/১২) ৪ কাঠার প্লট। রেজিস্ট্রি খরচসহ এটির দলিল মূল্য দেখানো হয়েছে ৩২ লাখ ৫০ হাজার টাকা। আয়কর নথিতে মাসুম স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য দেখিয়েছেন ৭৭ লাখ ৮৪ হাজার ২২০ টাকা। 

আর চাকরি জীবনে আয় দেখিয়েছেন ১ কোটি ২১ লাখ ৯৮ হাজার ৬৩৯ টাকা। স্ত্রী সুমি আক্তার গৃহিণী হলেও ট্যাক্স ফাইলে তার পারিবারিক আয় দেখানো হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৬৩৯ টাকা। তার স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয় ১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ২২০ টাকা। পাসপোর্ট হেড অফিসের কাছে ৬০ ফুট রাস্তা সংলগ্ন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে মাসুমের। যার কোনও তথ্য নেই আয়কর নথিতে।

অভিযোগ রয়েছে, মাসুম হাসান দুর্নীতির পাশাপাশি জালিয়াতি করে বারবার পাসপোর্ট পরিবর্তন করেছেন এবং সরকারি নিয়মনীতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন। এসব কারণে গত বছরের ৫ ডিসেম্বর তার বিরুদ্ধে অধিদফতর মামলা দায়ের করলে গ্রেফতার হন। এর পরপরই হন বরখাস্ত। তার বিরুদ্ধেও দুদকের মামলা চলমান রয়েছে।  এক-দেড় মাসের মধ্যে শীর্ষ এই দুই কর্মকর্তাকে বরখাস্ত এবং দুদকের মামলা চলমান কিংবা অনুসন্ধানে থাকায় এমন কর্মকর্তারা রয়েছেন আতঙ্কে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, খুব দ্রুত পরিচালক পর্যায়ের আরও দুই কর্মকর্তা বরখাস্ত হতে যাচ্ছেন। তাদের বিরুদ্ধেও দুদকে মামলা চলমান রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারাও ছিলেন অপ্রতিরোধ্য। সে সময়ও তারা দুর্নীতির দায়ে অভিযুক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে তখন মামলাও দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, পাসপোর্টের ঢাকা বিভাগীয় অফিসের পরিচালক থাকাকালীন আব্দুল্লাহ আল মামুন যেন অপ্রতিরোধ্য ছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আস্থাভাজন ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিয়মনীতি, সিনিয়র-জুনিয়র এমনকি কার সঙ্গে কী ব্যবহার করতে হবে— সব কিছুই তুচ্ছ ছিল তার কাছে। সরকারি এই ঊর্ধ্বতন কর্মকর্তা এতটাই প্রতাপশালী যে, মহাপরিচালকের সামনে দাঁড়িয়ে তার (ডিজি) কোনও আদেশ না মানার ঘোষণা দেন, অতিরিক্ত মহাপরিচালকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। তার ভয়ে শুধু তার অফিস নয়, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা পর্যন্ত অতিষ্ঠ থাকতেন। 

অথচ এই কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চলমান মামলায় ইতোমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অন্তত ১৫ ধরনের গুরুতর অভিযোগ তদন্ত প্রমাণিত হয়েছে। অধিদফতর থেকে তাকে চাকরিচ্যুতির আবেদন করা হয়েছে মন্ত্রণালয়ে। 

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে অবৈধ পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলারও আসামি আব্দুল্লাহ আল মামুন। যেকোনও মুহূর্তে তিনি বরখাস্ত হতে পারেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা।

দুদকে আরো অবিযোগ রয়েছে, সাইদুল ইসলাম ময়মনসিংহ অফিসে কর্মরত থাকাকালে কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে ব্ল্যাঙ্ক পাসপোর্ট ও ভুয়া এনওসি’র মাধ‌্যমে অর্ডিনারি ফি’তে জরুরি পাসপোর্ট ইস্যু করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। অবৈধভাবে অর্জিত অর্থে অল্প দিনের মধ‌্যে নিজ এলাকা পাবনার সাঁথিয়ায় ১০ বিঘার ওপর পুকুর ক্রয়, কাশিয়ানি বাজারে ভবনসহ ১০ শতাংশ জায়গা ক্রয়, ২০ বিঘার ওপর ফার্ম, নরসিংদীতে ২৯ ও ৬৫ শতাংশ জায়গার ওপর কারখানা, উত্তরায় প্লট ও ফ্ল্যাট, বছিলা বেড়িবাঁধের পাশে চন্দ্রিমা হাউজিংয়ে ৫ কাঠার প্লট, শ্যাওড়াপাড়ায় ১৭ কাঠা জমি, মোহাম্মাদপুরের ইকবাল রোডে ২ হাজার ২০০ বর্গফুটের ফ্ল্যাট, ধানমন্ডিতে দুটি ফ্ল্যাটের মালিক হন। নামে-বেনামে এসব সম্পদ করেন তিনি।

পরিচালক সাইদুলের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান অব্যাহত রয়েছে। যেকোনও মুহূর্তে তাকেও বরখাস্ত করা হতে পারে বলে দাবি করেছেন অধিদফতরের একজন দায়িত্বশীল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, কর্মকর্তা ও কর্মচারী মিলে ১০ জনের বেশি বরখাস্তের তালিকায় রয়েছেন। তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মন্ত্রণালয়ের কাছে রয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ. /কাশেম
   বিষয়:  পাসপোর্ট অধিদফতর   ভেতরে   দুর্নীতিবাজ   বহিরাগত দালাল   সমন্বয়ে সক্রিয়    সিন্ডিকেট   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
বিশেষ সংবাদ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝