রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
অর্থ-বাণিজ্য
বিদেশে কর্মসংস্থানে পিছিয়ে রংপুর প্রভাব অর্থনীতিতে
মরিয়ম সেঁজুতি
Publish: Sunday, 16 March, 2025, 4:22 PM  (ভিজিট : 75)

উত্তর জনপদের সঙ্গে মঙ্গা, অভাব আর দরিদ্রতার সম্পর্ক যেন নিয়তির অনিবার্য বাস্তবতা। এখানকার বিস্তীর্ণ মাঠজুড়ে ফসলের ক্ষেত কৃষি নির্ভর অর্থনীতির যে চিত্র তুলে ধরা হোক না কেন, বেকারত্ব আর অদক্ষতাও করুণ বাস্তবতা। যার প্রভাব দেখা গেছে প্রবাসী আয়েও। দেশের দক্ষিণ জনপদের অনেক জেলা যেখানে প্রবাসী আয়ে ভর করে বদলে গেছে, সেখানে রংপুরের তরুণদের কাছে তা এখনো অধরা। 

গেলো দেড় দশকে বিদেশে কোটি মানুষের কর্মসংস্থান হলেও রংপুর থেকে এ সংখ্যা এখনো ৪০ হাজারের নিচে। মূলত এ বিভাগে রিক্রুটিং এজেন্সি না থাকা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, শ্রমবাজার সম্পর্কে ধারণা না থাকাসহ এ খাতের সরকারি দপ্তরগুলোর নিষ্ক্রিয়তা উত্তর জনপদকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরের আট জেলা নিয়ে গঠিত ১৬ হাজার ৩৭৪ বর্গকিলোমিটার আয়তনের রংপুর বিভাগে প্রায় পৌনে দুই কোটি মানুষের বাস। কাগজে কলমে শিক্ষিতের হার ৭০ শতাংশ বলা হলেও বড় পরিসরে কর্মসংস্থান বলতে কেবল নীলফামারীর সৈয়দপুরের উত্তরা ইপিজেড। যেটি এখানকার অর্থনীতির পুষ্টি জোগাতে কাজ করেছে আলাদীনের প্রদীপের মত। কিন্তু বিভাগের বাকি জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে সিংহভাগ মানুষের আয়ের নাজুক অবস্থা।

এ অঞ্চলে ইতোমধ্যে শস্য বিপ্লব ঘটলেও তা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের ফারাক মেটাতে পারেনি। এমনকি দক্ষিণের মানুষের তুলনায় এখানকার মানুষের জীবনযাত্রার মানেও রয়েছে বিস্তর পার্থক্য। আর এ বৈষম্যের নেপথ্যে রয়েছে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহার।

পরিসংখ্যান বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ বছরে রংপুর জেলা থেকে কাজ নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছে ৩৩ হাজার ১০৪ জন। অথচ একই সময়ে সারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে ৯৫ লাখ ৬২ হাজার ৭১৬ জন। সেই হিসেবে রংপুর থেকে জনশক্তি রপ্তানির হার মাত্র শূন্য দশমিক ৩৪ শতাংশ। অথচ গেলো এক যুগে কেবল কুমিল্লা জেলা থেকে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ১০ লাখ। বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহারের কারণে শিল্পায়ন কিংবা বিনিয়োগ উভয় ক্ষেত্রেই পিছিয়ে রংপুর। স্বল্পমূল্যে স্থানীয়ভাবে বিক্রি করা শ্রমের মাধ্যমে দারিদ্রের দুষ্টচক্র থেকে বের হতে পারছে না এ অঞ্চলের মানুষ, বলছেন অর্থনীতি বিশ্লেষকরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুদ্দিন খালেদ বলেন, আয় কম হওয়ার কারণে তাদের সঞ্চয় কম। সঞ্চয় কম হওয়ার কারণে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে বিপুল অর্থের প্রয়োজন সেটা থাকে না। এছাড়া বিদেশে যাওয়ার জন্য যে অর্থটা দিতে হয়, বিভিন্ন মধ্যস্বত্তভোগী, এজেন্সি পাড় হয়ে সেটার পরিমাণ বহুগুণ বেড়ে যায়।

এদিকে গেলো বছরের নভেম্বর পর্যন্ত সারা দেশ থেকে ৯ লাখ ৬ হাজার ৩৫৫ জন কর্মসূত্রে বিভিন্ন দেশে পাড়ি জমালেও রংপুর বিভাগের আট জেলা থেকে এই সংখ্যা মাত্র ২১ হাজার ৬৭০ জন। গেলো বছর দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে ৫ হাজার ১০৮ জনের যেটি রংপুর বিভাগের একক জেলা হিসেবে সর্বোচ্চ, আর ৪ হাজার ৩২১ জন গিয়েছে রংপুর জেলা থেকে যা দ্বিতীয় সর্বোচ্চ।

এছাড়া ঠাকুরগাঁও থেকে ২ হাজার ৫৮৯, নীলফামারী থেকে ২ হাজার ২৫৪, লালমনিরহাট থেকে ১ হাজার ৬৫০ আর পঞ্চগড় থেকে এ সংখ্যা মাত্র ১ আজার ৪৪৫ জন। এছাড়া শস্য ভাণ্ডার দিনাজপুর থেকে প্রবাসী কর্মী সংখ্যা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৩ জনে।

অর্থনীতি বিশ্লেষক আল আমিন বলেন, প্রয়োজনটাকে পর্যালোচনা করে প্রপারলি যেসব লোক যেতে চায়, বিশেষ করে দালালদের দৌরাত্ম্য থেকে বের হয়ে সরাসরি যাওয়ার সুযোগ থাকলে অনেকেই আগ্রহী হয়ে উঠবে। এ অবস্থায় নতুন শ্রমবাজার সৃষ্টি কিংবা বিদ্যমান বাজারে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর বিভাগ থেকে বৈদেশিক কর্মসংস্থানের হার না বাড়ানো গেলে বেকারত্ব আর দরিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। স্থানীয়রা বলেন, বিপুল অর্থ খরচ করে রংপুরের দুই উপজেলায় দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হলেও সে তুলনায় মিলছে না উপকার। বিগত সরকারের গাফিলতিতে এসব প্রশিক্ষণ কেন্দ্র অবকাঠামো সর্বস্ব প্রতিষ্ঠান হয়ে উঠেছে বলে জানান তারা।

আ.দৈ/আরএস
   বিষয়:  বিদেশ   কর্মসংস্থানে   পিছিয়ে   রংপুর   প্রভাব   অর্থনীতিতে   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝