বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ডিগ্রি হলের শিক্ষার্থীদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজের ডিগ্রি হল প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সৃষ্টি এবং রমজানের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের সম্মানিত হল সুপারবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল মহানগরীর সেক্রেটারি হাসান নাইম, বিএম কলেজ শাখার সাবেক সভাপতি মহব্বত উল্লাহ মায়েদ ও রাশেদুল হাসানসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাহফিলে অতিথিরা রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সঠিক পথ অনুসরণে উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন মুক্তকণ্ঠ সাংস্কৃতিক সংসদ এর পরিবেশনায় ইসলামি সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করা হয়।
আ. দৈ./কাশেম