রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে 'রসনা বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং গ্রিন বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে' তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের সহযোগতায় অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (৯ মার্চ) প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেছেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তািনি আরো জানান, অভিযানের শুরুতে দুদক টিমের সদস্যরা তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিতাস গ্যাসের টিমসহ রসনা বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং গ্রিন বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম উভয় হোটেলেই অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পায়। রেস্টুরেন্ট ২টি ঝুকিপূর্ণভাবে তিতাস গ্যাসের লাইন টেনে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে তিতাস গ্যাস তথা সরকারের প্রতিমাসে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করছে।
এনফোর্সমেন্ট টিমের সদস্যদেরকে অভিযানকালে বৈধ সংযোগ গ্রহণের কোনো কাগজপত্র দেখাতে না পারায় রেস্টুরেন্ট দুটির মালিক পক্ষ। পরে তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা অসাধু যোগসাজশের নিমিত্ত জন্য তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কোন কোন কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছেন। তা যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./ কাশেম