টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) টেন্ডার প্রদানে ব্যাপক অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আজ মঙ্গলবার (৪ মার্চ) এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক কর্মকর্তারা দুর্নীতি প্রশাণ পয়েছেন।
তিনি আরো জানান, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০২৩-২৪ অর্থ বছরে এমএসআর (মেডিক্যাল ও সার্জিক্যাল রিইকুইজিট) সামগ্রী ক্রয় করতে ঔষধপত্র, লিলেন, সার্জিক্যাল যন্ত্রপাতি, গজ-ব্যান্ডেস-কটন, কেমিক্যাল রি-এজেন্ট এবং মেডিক্যাল আসবাবপত্র সরবরাহ করার জন্য ০৬ টি গ্রুপে Open Tendering Method (OTM) পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়।
দরপত্র আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রতিটি গ্রুপে ০৫/০৬ জন দরপত্রদাতা অংশগ্রহণ করেন। অভিযোগে উল্লিখিত ১ম/২য় সর্বনিম্ন দরপত্রদাতাকে বাদ দিয়ে ২য়/৩য় দরপত্রদাতাকে NOA দেওয়া হয়েছে মর্মে অভিযোগ বিশ্লেষণের নিমিত্ত টেন্ডার সম্পর্কিত যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ. /কাশেম