পুরাতন সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্বব নয়, বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো: নাহিদ ইসলাম। এবং একটি নতুন প্রজাতন্ত্র গড়তে, একটি নতুন সংবিধান ও গন পরিষদ নির্বাচন প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়াও জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণা পত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জুলাই গনহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চায় চাই। সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামীলীগের রাজনীতির ফয়সালা হতে হবে বলেও জানান তিনি।
এসময় সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতি সুচনা করার অঙ্গীকার করেন।
এরআগে দলিয় নেতাকর্মীদের সংঙ্গে নিয়ে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল বেধিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন।
এসময় সংগঠনটির আহবায় নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও নাসিরুদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আ, দৈ. /কাশেম/ নিলয়