সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন ,ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই, ধর্ষকদের বিচার চাই’, ‘নারীদের অধিকার, প্রতিষ্ঠা করো করতে হবে’ ‘এক দুই তিন চার, ধর্ষক তুই বাংলা ছাড়’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়।
এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্ষক, সে শিশু-ধর্ষক হোক, নারী ধর্ষক হোক বা পুরুষ-ধর্ষক হোক, সবার মুখোশ জনসম্মুখে উন্মোচন করে তাদের আইনের আওতায় এনে মৃত্যুদন্ড দেওয়া হোক। শিশুদের খেলার বয়সে যারা ফুসলিয়ে ফাসলিয়ে শিশুদেরকে প্রতি ধর্ষনের মত অমানবিক ঘৃণিত কাজে লিপ্ত হয়, তাদের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড ছাড়া আর কিছু হতে পারেনা।
সমাবেশে তারা মেয়েদের প্রতি আহবান করে বলেন, যদি প্রশাসন বা সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনারা উদ্যত হোন, প্রয়োজনে আত্মরক্ষার অস্ত্র সাথে রাখুন। আমি চাই না আমার কোনো ভাই দ্বারা আমারই কোনো বোন লাঞ্চনার শিকার হোক। আপনারা অবশ্যই যার যার অবস্থান থেকে নিজেরা নিজেদেরকে প্রটেক্ট করুন ও আশেপাশের সবাইকে নিরাপদে থাকার ব্যবস্থা করুন।
উল্লেখ্য, অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য এবং নতুন বাংলাদেশে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা আওয়াজ তুলেন ইবি শিক্ষার্থীরা।
আ. দৈ./ কাশেম/ সাকিব