আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের একটি টিম ব্লাড গ্রুপ চেকিংয়ের কাজ করে।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত'এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক নাহিদ হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সবসময় আর্থ সামাজিক ও মানবিক কাজে জড়িত থাকে, ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারই ধারাবাহিকতায় ভাষা দিবসে আমাদের এই আয়োজন।
আ. দৈ. / সাকিব/কাশেম