র্যাব ও কোস্টগার্ডের অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফে আটক করা হলো সাত রোহিঙ্গাকে ।
উপজেলার শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফনদী মোহনা থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটক সবাই টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানায় কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের বিশাল একটা ইয়াবার চালান বাংলাদেশে আসছে। এই তথ্যে পাওয়ার পর র্যাব ও কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচলনা করে। আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ সাতজনকে আটক করা হয়। এ সময় বোটটি তল্লাশি করলে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
এমআই