র্যাব-২ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে রাজধানীর আদাবর হতে শীর্ষ মাদক ব্যবসায়ী নিয়াজ ওরফে মোঃ স্বপন কাজী ওরফে সিডি স্বপন (৪০)সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার।
আজ মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় র্যাব-২ দাবি করে, মাদক বিরোধী বিশেষ অভিযানে রাজধানীর আদাবর এর নবোদয় হাউজিং এর একটি ১১ তলা ভবনের ছাদ ঘরে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী নিয়াজ ওরফে মোঃ স্বপন কাজী, পিতা- মৃত হাশেম কাজী, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ জুবায়ের ইসলাম (৩১), পিতা- মোঃ তাজুল ইসলাম, থানা- মিরপুর মডেল, জেলা- ঢাকা, মোঃ ফারুক (৪২), পিতা- সলেমান, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, মোঃ মাসুম মিয়া (৩৪), পিতা-মৃত রিয়াজ, থানা- মোহাম্মদপুর, ডিএমপি জেলা- ঢাকা, মোঃ আনোয়ার হোসেন (৩৭), পিতা-মৃত আবুল কালাম, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুরদেরকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করেছে র্যাব-২। অভিযানে ১০১ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের ১,১৮,৮০৬/- (এক লক্ষ আঠারো হাজার আটশত ছয় টাকা), বিদেশি মূদ্রা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব বলছে, আটককৃত আসামিরা স্বিকার করেছে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা থেকে কম দামে মাদক কিনে রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে মাদক বিক্রয় করে থাকে। মোঃ স্বপন কাজীর নামে আদবর থানায় ৫টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এমআই