নীলফামারী কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদৌলা লিপ্টনের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ইউপি সদস্য ও ইউনিয়নের বাসিন্দারা। চেয়ারম্যানের নানা অনিয়ম দুর্নীতি ও তদন্তকারী কর্মকর্তার সামনে ইউপি সদস্যদের লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন বাহাগিলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, লাঞ্ছনার শিকার ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু, ইউপি সদস্য ইয়াহিয়া খান, সাদেকুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ তাহমিনা বেগম, ইউনিয়নের বাসিন্দা মো. লাল মিয়া, মোনারুল ইসলাম, আলিমুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন,“ চেয়ারম্যান জাতীয় পার্টির প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করেই সম্পূর্ন টাকা আত্মসাৎ করেন। হিরিমবোর্ডের রাস্তার ইট দিয়ে তিনি নিজের বাড়ি বাড়ী নির্মাণ করেন। তার এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে। হামলার ব্যাপারে এজাহার দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ চাই।”
মানববন্ধনে স্থানীয়রা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ এবং ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান বিক্ষোভকারীরা।
এমআই