রাজধানীর লালবাগে মাহবুব আলম (৩২) হত্যা মামলার প্রধান আসামী অবশেষে ধরা খেলো র্যাব ১০ এর জালে।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অটোরিক্সা চালক মাহবুব থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে এক গানের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে রাত আনুমানিক দেড়টায় মো: আরিফুল ইসলাম ওরফে রকিসহ তার সঙ্গীরা পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী লালবাগের জেএন সাহা রোডের একটি বাড়ীর ভিতরে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মৃত মাহবুবের মা মোছা: আমেনা বেগম (৫৩) বাদী হয়ে লালবাগ থানায় ১৩ জন চিহ্নিত ও ৫/৭জন অজ্ঞাতকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তথ্য জেনে রকিসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। তবে র্যাব-১০, লালবাগ ক্যাম্প আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ২টায় গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় একটি অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে রকি (২৬), পিতা-মো: খলিল হোসেন, সাং-মিরাশার, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর’কে গ্রেফতার করে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী রকি জানায়, সে ও তার সঙ্গীরা মিলে পূর্বশত্রুতার জেরে মাহবুবকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে।
পরে গ্রেপ্তারকৃত রকিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এমআই