বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যু নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বেশ কিছু সন্দেহজনক ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অ্যান্টি করাপশন ইউনিট (আকু) তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযোগের তালিকায় দেশি-বিদেশি কিছু ক্রিকেটারের নাম উঠে এসেছে, যার মধ্যে অন্যতম রংপুর রাইডার্সের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। খুলনা টাইগার্সের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে তার বোলিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে নো বল এবং অতিরিক্ত বলের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ম্যাচটিতে সাইফউদ্দিন তিন ওভার বল করে তুলনামূলক বেশি রান দিয়েছেন। শেষ দুই ওভারে দুটি করে নো বল করার পাশাপাশি তার শেষ ওভারে ১০টি ডেলিভারি করেন, যার মধ্যে একটি উচ্চতার কারণে নো বল হয়। এসব বিষয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং বিসিবি ও আকু বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তবে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম সাইফউদ্দিনের পাশে দাঁড়িয়ে বলেছেন, খারাপ দিন যে কোনো ক্রিকেটারেরই আসতে পারে। এক ম্যাচের পারফরম্যান্স দেখে কাউকে সন্দেহ করা ঠিক নয়। তিনি বলেন, "একজন খেলোয়াড় যখন দেখে তার নাম নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, তখন সেটি তার জন্য খুব কষ্টদায়ক হয়। সবাই মানুষ, সবার পরিবার আছে এবং তাদের কাছে জবাবদিহি করতে হয়। যখন প্রথমবার তার নাম আলোচনায় আসে, তখনই আমি সাইফউদ্দিনের সঙ্গে কথা বলেছি। বাইরের লোকজন অনেক কিছু বলবে, কিন্তু আমাদের কাজ হলো দলে কোনো বিভক্তি না আসতে দেওয়া। আমরা সবাই একসঙ্গে রাতের খাবারও খেয়েছি, সেখানে এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের মূল লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা এবং জেতা।”
বিপিএলে ম্যাচ পাতানো বিতর্ক নিয়ে শাহনিয়ান তানিম আরও বলেন, "ক্রিকেট এমন একটি পর্যায়ে চলে গেছে যেখানে একজন বোলার এক ওভার খারাপ করলেই সন্দেহের চোখে দেখা হয়। বিসিবি ও আকু কঠোর পরিশ্রম করছে, এবং আমরা তাদের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।"
তিনি আরও জানান, যদি কারও বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়, তবে তাকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। "আমি মনে করি, যদি সত্যিই কোনো খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজি অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি পেতে হবে। বিপিএলের মান রক্ষার জন্য কাউকে ছাড় দেওয়া উচিত নয়।”