ইতিহাস গড়ে প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশসহ অংশ নেবে এশিয়ার শীর্ষ ১২টি দল।
মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির টাউন হলে আসন্ন আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এএফসি নারী এশিয়ান কাপের ড্র। যেখানে বি গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। এই গ্রুপে লাল সবুজদের প্রতিপক্ষ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, উজবেকিস্থান ও উত্তর কোরিয়া।
২০২৬ আসর প্রথমবারের মত স্বাগত জানাবে অভিষিক্ত বাংলাদেশকে। বাহরাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানকে পিছনে ফেলে গ্রুপ-সি’র শীর্ষ দল হিসেবে লাল সবুজের প্রতিনিধিরা অস্ট্রেলিয়ার টিকেট নিশ্চিত করেছে।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সাথে তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দলসহ মোট আটটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
এশিয়ান কাপের ২১ আসরের মধ্যে নয়বারের চ্যাম্পিয়ন চীন। এবারও শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে তারা। তাই প্রথমবার মহাদেশীয় আসরে খেলতে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ চীনের মেয়েরা।
বাছাইপর্বে গ্রুপ-এফ’এ লাওস, নেপাল ও শ্রীলংকাকে পিছনে ফেলে শীর্ষ দল হিসেবে উজবেকিস্তান অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। প্রথমবারের মত ছয়বারের অভিজ্ঞতা সম্পন্ন দলটি গ্রুপ পর্ব পেরিয়ে নক আউট পর্বে খেলতে চায়।
আর ২০১০ সালের পর প্রথমবারের এশিয়ান কাপে ফিরে এসেছে গ্রুপ-এইচ’র বিজয়ী উত্তর কোরিয়া। ফলে আফাইদা খন্দকার, রিতুপর্না চাকমাদের সামনে যে বেশ কঠিন লড়াই অপেক্ষা করছে, তা আর না বললেও চলে।