শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
আন্তর্জাতিক
আইনগত স্বীকৃতি পেল নিউজিল্যান্ডের তারানাকি পর্বত
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 31 January, 2025, 6:35 PM  (ভিজিট : 154)
ছবি: অনলাইন

ছবি: অনলাইন

নিউজিল্যান্ডের একটি পর্বত এবার মানুষের মতোই আইনগত অধিকার পেল। বহু বছর ধরে চলা আলোচনা ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে তারানাকি মাউঙ্গা (মাউন্ট তারানাকি) নিজস্ব মালিকানা কার্যকরভাবে অর্জন করল। এর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেবে স্থানীয় মাওরি উপজাতি ইউয়ি এবং সরকারের প্রতিনিধিরা। খবর বিবিসির।

এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য হলো উপনিবেশিক শাসনের সময় বাজেয়াপ্ত হওয়া জমি এবং স্থানীয় মাওরি জনগণের প্রতি করা অবিচারের কিছুটা হলেও প্রতিকার দেওয়া।

নিউজিল্যান্ড সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পল গোল্ডস্মিথ বলেন, ‘আমাদের অতীতের ভুলগুলো স্বীকার করতেই হবে। যাতে আমরা ইউয়িদের নিজস্ব আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে সম্মান জানিয়ে তাদের ভবিষ্যতের পথ তৈরি করতে পারি।’

গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে পাস হওয়া "তারানাকি মাউঙ্গা কালেক্টিভ রিড্রেস বিল" পর্বতটিকে একটি স্বতন্ত্র আইনি পরিচয় দিয়েছে। এর আশপাশের চূড়া ও সংলগ্ন জমিকে দেওয়া হয়েছে বিশেষ সুরক্ষা।

এই বিলটি মাওরিদের দৃষ্টিভঙ্গির আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, যেখানে তারা পর্বত, পূর্বপুরুষ ও প্রকৃতিকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করে।

মাওরি পার্টির সহ-নেতা ডেবি নারওয়ে-প্যাকা বলেন, ‘আজ আমাদের পবিত্র পর্বত তারানাকি অবিচার, অজ্ঞতা ও শোষণের শৃঙ্খল থেকে মুক্তি পেল।’

তিনি আরও জানান, পশ্চিম উপকূলে বসবাসরত আটজন তারানাকি ইউয়িদের একজন হিসেবে এই সিদ্ধান্ত তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বিলটি পাস হওয়ার ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে শত শত মাওরি পার্লামেন্টে উপস্থিত ছিলেন।

এর ফলে পর্বতটির ব্রিটিশ প্রদত্ত নাম "এগমন্ট" আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এখন থেকে এটি "তারানাকি মাউঙ্গা" নামে পরিচিত হবে। তার চারপাশের জাতীয় উদ্যানকেও একটি মাওরি নাম দেওয়া হবে।

নিউজিল্যান্ডের প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে বিবেচিত ওয়েটাঙ্গি চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণ হিসেবে এই আইনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৮৬০-এর দশকে তারানাকি অঞ্চলের মাওরিদের কাছ থেকে ১০ লাখেরও বেশি একর জমি বাজেয়াপ্ত করা হয়েছিল।

এ বিষয়ে সরকারের ক্ষমা প্রার্থনার অংশ হিসেবে পল গোল্ডস্মিথ বলেন, ‘চুক্তি লঙ্ঘনের ফলে হোয়ানু (পরিবার), হাপু (উপ-উপজাতি) এবং তারানাকির ইউয়ির ওপর যে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে, তা কখনোই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।’

তিনি আরও আশ্বাস দেন যে, এই পর্বত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য উপভোগ করতে পারবে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে এর আগেও প্রাকৃতিক নিদর্শনকে জীবন্ত সত্তার স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০১৪ সালে উরেওয়েরা বন এবং ২০১৭ সালে হোয়াংগানুই নদী এই বিশেষ মর্যাদা পেয়েছিল।

আ. দৈ./ সাধ




   বিষয়:  নিউজিল্যান্ড   তারানাকি পর্বত  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক ও টালিখাতার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্যে ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা
মেঘনা ব্যাংকের ১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝