বিপিএলে সুপার ফোরের লড়াই জমে উঠেছে। প্রথম দল হিসেবে রংপুর রাইডার্স আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে। তবে তাদের দ্বিতীয় স্থান ধরে রাখার সম্ভাবনা এখন হুমকির মুখে। টানা আট ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি শেষ দিকে ছন্দ হারিয়েছে। রাজশাহীর কাছে দুই ম্যাচে হারের পর খুলনা টাইগার্সের বিপক্ষেও হারতে হয়েছে রংপুরকে।
গতকাল খুলনার বিপক্ষে ৪৬ রানের ব্যবধানে হারের ফলে রংপুর ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে। অন্যদিকে, খুলনা ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের শেষ ম্যাচ শনিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। যদি খুলনা শেষ ম্যাচে জয় পায়, তবে রান রেটে এগিয়ে থেকে তারা সুপার ফোরে জায়গা করে নেবে, আর সে ক্ষেত্রে দুর্বার রাজশাহী বাদ পড়বে।
বরিশাল ও রংপুরের পর চিটাগং কিংসও সুপার ফোর নিশ্চিত করেছে। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে ৯৬ রানে হারিয়ে চিটাগং প্লে-অফের টিকিট নিশ্চিত করে। চিটাগংয়ের এই জয়ের ফলে নতুন এক সমীকরণ সামনে এসেছে—লিগের শেষ ম্যাচে যদি তারা বরিশালকে হারাতে পারে, তবে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে। সে ক্ষেত্রে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশালই হবে তাদের প্রতিপক্ষ।
গতকাল দিনের প্রথম ম্যাচে নাঈম ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে খুলনা ৪ উইকেটে ২২০ রান সংগ্রহ করে। ৬৬ বলে ১১১ রানে অপরাজিত থাকেন নাঈম। জবাবে সৌম্য সরকারের ৭৪ রানের ইনিংসের পরও ৯ উইকেটে ১৭৪ রানেই থেমে যায় রংপুর।
দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। দলের হয়ে খাজা নাফায়া ও মোহাম্মদ মিঠুন ৫২ রান করে করেন। বোলিংয়ে তানজিম হাসান সাকিব তিনটি উইকেট শিকার করেন। জবাবে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ চারটি করে উইকেট নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন।